মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী •
কক্সবাজার জেলা জজশীপ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীতে ৪ বিচারককে নিয়োগ ও বদলী করা হয়েছে।
গত ৯ ফেব্রুয়ারী আইন ও বিচার বিভাগের বিচার-১ শাখার উপসচিব (প্রশাসন-১) শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত ৯৯ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে কক্সবাজার বিচার বিভাগের ৪ জন বিচারক সহ মোট ১২২ জন বিচারককে দেশের বিভিন্ন বিচারালয়ে পদায়ন করা হয়েছে।
কক্সবাজারে নিয়োগ ও বদলী হওয়া বিজ্ঞ বিচারকেরা হলেন-কক্সবাজার জেলা জজশীপের সহকারী জজ আসাদ উদ্দিন মোঃ আসিফ-কে কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কক্সবাজার জেলা জজশীপের সহকারী জজ মুহাম্মদ বেলাল-কে চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কক্সবাজার জেলা জজশীপের সহকারী জজ সাজ্জাতুন নেছা-কে প্রেষনে কক্সবাজার জেলা লিগ্যাল এইড অফিসার এবং কক্সবাজার জেলা লিগ্যাল এইড অফিসার মৈত্রী ভট্টাচার্য-কে সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়েছে। পদায়নকৃত সকল বিজ্ঞ বিচারককে বদলীকৃত নিজ নিজ কর্মস্থলে আগামী ১৭ ফেব্রুয়ারীর মধ্যে যোগদান করতে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-