নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির অভিযানে আবছার বাহিনীর প্রধান ১৯ মামলার পলাতক আসামি আবছারকে গ্রেফতার করেছে।
১০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত সোয়া ১০টার সময় তাকে কক্সবাজার পৌরসভাস্থ টেকনাইফ্যা পাহাড় এলাকায হতে গ্রেফতার করা হয়।
সে কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ড দক্ষিণ রুমালিয়ারছড়ার বাছা মিয়ার ঘোনা এলাকার রশিদ ড্রাইভারের পুত্র মোঃ নুরুল আবছার (২৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাইফ্যা পাহাড় এলাকায় অভিযান চালায় পুলিশ।
এসময় ওই তালিকাভুক্ত পলাতক আসামি মোঃ নুরুল আবছারকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়,উক্ত আসামীর বিরুদ্ধে মারামারির মামলা ৪টি,অস্ত্র মামলা ২টি, দ্রুত বিচার ১টি, দস্যুতা মামলা ২টি, ডাকাতির প্রস্তুতি মামলা ১০টি সহ সর্বমোট ১৯টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-