উখিয়া প্রতিনিধি :
উখিয়ার সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে ৩৪ বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবি’র অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে উখিয়ার রাজাপালংয়ের গোলডেবার পাহাড়ে অভিযান চালালে মাদক কারবারীরা বিজিবির উপর গুলিবর্ষণ করে। বিজিবিও তাদের জান-মাল রক্ষার্থে পাল্টা ফায়ার করে।
এতে চোরাকারবারীরা অবস্থা বেগতিক দেখে তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে ব্যাগ তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ৩৪ বিজিবির অধিনায়ক।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-