চকরিয়ায় শ্যামলী-পিকআপের সংঘর্ষে চালকসহ নিহত-৩

 

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাস ও দুই পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছে। কমবেশি আহত হয়েছে অন্তত ৮ জন।
শনিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১ টার দিকে খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া মইক্কারঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য ছলিম উল্লাহ। তিনি বলেন, মইক্ক্যাঘোনার ঢালায় কক্সবাজার থেকে ছেড়ে আসা দ্রুতগামী শ্যামলী পরিবহনের একটি বাস, লবণ বোঝাই ও মালবাহী দুই পিকআপের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে নিহত হয়েছে বাসচালক হেলফারসহ ৩ জন।

নিহতরা হলেন শ্যামলী বাসচালক মাদারিপুর জেলার বাসিন্দা মৃত ইছাহক মাতবরের ছেলে বজলুল হক (৪২), হেলপার ঢাকা দামরাইল এলাকার বাসিন্দা সিকিম আলীর ছেলে মোঃ আলাল (২৮) ও লবণ বোঝাই পিকআপের যাত্রী মহেশখালী উপজেলার ছাইরারডিল এলাকার বাসিন্দা মৌলানা আহসান উল্লাহর ছেলে মৌলানা আবদুল খালেক (৩৬)।

দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৮ যাত্রী। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাইওয়ে থানার পুলিশ ও দমকলবাহিনী উদ্ধার তৎপরতা চালায়। এসময় সাময়িক যানচলাচল বন্ধ ছিল।

মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শাফায়েত হোসাইন জানান, মেধাকচ্ছপিয়া এলাকায় ঢাকাগামী বাস ও পিকআপের সংঘর্ষে তিনজন মারা গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং যানচলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটি জব্দ করা হয়েছে।

আরও খবর