মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাস ও দুই পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছে। কমবেশি আহত হয়েছে অন্তত ৮ জন।
শনিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১ টার দিকে খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া মইক্কারঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য ছলিম উল্লাহ। তিনি বলেন, মইক্ক্যাঘোনার ঢালায় কক্সবাজার থেকে ছেড়ে আসা দ্রুতগামী শ্যামলী পরিবহনের একটি বাস, লবণ বোঝাই ও মালবাহী দুই পিকআপের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে নিহত হয়েছে বাসচালক হেলফারসহ ৩ জন।
নিহতরা হলেন শ্যামলী বাসচালক মাদারিপুর জেলার বাসিন্দা মৃত ইছাহক মাতবরের ছেলে বজলুল হক (৪২), হেলপার ঢাকা দামরাইল এলাকার বাসিন্দা সিকিম আলীর ছেলে মোঃ আলাল (২৮) ও লবণ বোঝাই পিকআপের যাত্রী মহেশখালী উপজেলার ছাইরারডিল এলাকার বাসিন্দা মৌলানা আহসান উল্লাহর ছেলে মৌলানা আবদুল খালেক (৩৬)।
দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৮ যাত্রী। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাইওয়ে থানার পুলিশ ও দমকলবাহিনী উদ্ধার তৎপরতা চালায়। এসময় সাময়িক যানচলাচল বন্ধ ছিল।
মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শাফায়েত হোসাইন জানান, মেধাকচ্ছপিয়া এলাকায় ঢাকাগামী বাস ও পিকআপের সংঘর্ষে তিনজন মারা গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং যানচলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটি জব্দ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-