আধিপত্য বিস্তার: মহেশখালীতে দু’গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে নিহত ১

মহেশখালী প্রতিনিধি :


কক্সবাজারের মহেশখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় কালা বাশি নামে একজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন।

রবিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টায় মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কালা বাশি ফকিরা ঘোনা গ্রামের নুর নেচারের ছেলে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত সাড়ে ৯ টায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে বল্লম, টোটাসহ দেশি অস্ত্র নিয়ে এক গ্রুপ অন্য গ্রুপের ওপর চড়াও হয়। এসময় ব্যাপক গুলি বর্ষণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় ব্যাপক অভিযান চালায়। বর্তমানে এ হত্যাকাণ্ড ঘিরে উপজেলার বড় মহেশখালী ফকিরা ঘোনা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হাই। তিনি বলেন, দুই গ্রুপের সংর্ঘষে একজন নিহত হয়েছে। এছাড়া ৬ জন গুরুতর আহত হয়েছেন।

আরও খবর