চকরিয়ায় ইভটিজিংয়ে বাঁধা দেওয়ায় শিক্ষককে ছুরিকাঘাত ও হাতুড়িপেটা করে আহত করলো বখাটেরা

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া •

চকরিয়ায় ইভটিজিংয়ে বঁাধা দেওয়ায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ছুরিকাঘাত ও হাতুড়িপেটা করে গুরুতর আহত করেছে একদল বখাটে।

শুক্রবার (৪ ফের্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার শিক্ষকের নাম মো. সালেহ উদ্দিন (৪০)। তিনি চরণদ্বীপ উপকূলীয় ভূমিহীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একই ইউনিয়নের মৃত হাজী মৌলানা হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত প্রধান শিক্ষকের ভাই মো.শরীফুল ইসলাম জানান, বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় নবম শ্রেণীতে পড়–য়া এক ছাত্রীকে প্রতিনিয়ত উত্যক্ত করতো স্থানীয় আবদুল হাফেজের ছেলে ইব্রাহিম খলিলসহ আরো ৪-৫জন বখাটে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে বেশ কয়েববার শালিশ বিচারও হয়। গত এক সপ্তাহ আগেও একই ঘটনা নিয়ে বিচার হয়। বিচারে মুচলেকা দিয়ে ছাড়া পায় বখাটে ইব্রাহিম খলিল।

এ ঘটনার জের ধরে শুক্রবার রাত ৯টার দিকে প্রধান শিক্ষক মো. সালেহ উদ্দিন স্থানীয় ফুলকাটা সড়কের মাথায় পৌঁছলে বখাটে ইব্রাহিম খলিলের নেতৃত্বে ৪-৫ জন বখাটে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় বখাটেরা তাঁকে ছুরিকাঘাত ও হাতুড়িপেটা করে গুরুতর আহত করে। হামলার সময় প্রধান শিক্ষক সালেহ উদ্দিনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য প্রধান শিক্ষক সালেহ উদ্দিনকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানেই চিকৎসাধীন রয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, শিক্ষকের উপর হামলার ঘটনাটি শুনেছি। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। এরপরও শিক্ষকের ওপর হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।

আরও খবর