বিশেষ প্রতিবেদক :
যৌন হয়রানিসহ অশালীন আচরণের অভিযোগ দিয়ে প্রতিকার না পাওয়ায় দেয়া কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।
শুক্রবার দুপুর ১২টার দিকে হাসপাতালের পরিচালনা কমিটির সভাপতি সাংসদ সাইমুম সরওয়ার কমলের মধ্যস্থায় অনুষ্ঠিত বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার করেছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ। বৈঠকে একটি তদন্ত কমিটি গঠন করে ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগের তদন্ত করার সিদ্ধান্ত হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে ওই চিকিৎসককে বদলী করা হয়েছে।
হাসপাতালের তত্ত¡াবধায়ক মুমিনুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার রাতেই অভিযোগ আনা চিকিৎসককে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়েছে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। তদন্ত কমিটি অভিযোগ তদন্ত করে শিগগিরই প্রতিবেদন দেবে।
কক্সবাজার ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মীর ম.ম. বিল্লাহ জানান, ১৮ ঘণ্টা কর্মবিরতির পর ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে বৈঠক করেন হাসপাতাল কর্তৃপক্ষ। সাংসদ সাইমুম সরওয়ার কমলের মধ্যস্থায় অনুষ্ঠিত বৈঠকে ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ আমলে তা তদন্তের সিদ্ধান্ত হয়। তদন্তের আশ^াস পেয়ে কর্মবিরতি প্রত্যাহার করেছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ।
তিনি বলেন, ২০২১ সালের ২৬ নভেম্বর কক্সবাজার সদর হাসপাতালের গাইনী ও প্রসূতি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমানের বিরুদ্ধে যৌন হয়রানিসহ অশালীন আচরণের কারণে অভিযোগ করেন ইন্টার্ন চিকিৎসকরা। কিন্তু অভিযোগ আমলে না নিয়ে উল্টো ওই ছয় নারী ইন্টার্ন চিকিৎসকের তিন মাসের এক্সটেনশন ও বেতন ভাতা কেটে রাখার আদেশ জারি করে কর্তৃপক্ষ। এমন সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি ঘোষণা করে ইন্টার্নরা। অভিযোগ আমলে নেয়ায় কর্মবিরতি প্রত্যাহার করে সন্ধ্যা থেকে ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ দেবেন।
এদিকে ইন্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতির ফলে কক্সবাজার সদর হাসপাতালে রোগিদের চিকিৎসা সেবা ব্যাহত হয়েছে বলে জানিয়েছেন একাধিক রোগী। রোগির চাপে নিয়মিত চিকিৎসকদের হিমশিম খেতে হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-