উখিয়া প্রতিনিধি •
কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে ছৈয়দ হোসেন (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরো একজন।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রাজাপালং ইউনিয়নের পূর্বডিগলিয়া পালং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছৈয়দ হোসেন উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামের লাল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় ৪ থেকে ৫ জন শ্রমিক পশ্চিম ডিগলিয়াপালংয়ের ইমাম হোসেনের ডাম্পার গাড়িতে মাটি ভর্তি করার জন্য পূর্বডিগলিয়াপালং এলাকার মৃত আলী মিয়ার ছেলে সিরাজ মিয়ার পাহাড়ের মাটি কাটতে গেলে উপর থেকে মাটি এসে ২ জন শ্রমিক নিচে চাপা পড়ে। তাদেরকে অন্যান্য শ্রমিকেরা দ্রুত উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছৈয়দ হোসেনকে মৃত ঘোষণা করেন। তখন গুরুতর আহত অবস্থায় ফিরোজ আহাম্মদ (৫০) নামের আরেক শ্রমিককে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সে রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের নুর আহাম্মদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ। তিনি বলেন, পাহাড়ের মাটি চাপা পড়ে একজন শ্রমিকের মৃত্যুর খরব পেয়েছি। পরিবার সাথে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-