ইমরান আল মাহমুদ,উখিয়া:
বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ১মাসে চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আনুমানিক ৯০কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার সহ ৮জনকে আটক করেছে বিজিবি সদস্যরা।
সোমবার কক্সবাজার রিজিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির।
তিনি জানান, গত এক মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ইয়াবা ও ভয়ংকর মাদক আইস উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ ক্রিষ্টাল মেথ(আইস)’র চালানও ৩৪বিজিবি জব্দ করেছে। সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবি কঠোর অবস্থানে থেকে মাদক পাচার রোধে কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় বিগত এক মাসে বিজিবি টহলদল কর্তৃক আনুমানিক উনিশ কোটি তেষটি লক্ষ পাঁচ হাজার টাকা মূল্যের ৬ লাখ ৫৪হাজার ৩শ ৫০ পিস বার্মিজ ইয়াবা ও সত্তর কোটি টাকা মূল্যের ১৪ কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) উদ্ধার করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-