ডেস্ক রিপোর্ট •
বাসে যাত্রী সেজে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা বড়ি নিয়ে আসা একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ রোববার র্যাব-৩ এক বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল শনিবার ভোরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১৮ হাজার ৬০০টি ইয়াবাসহ এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সোহাগ চৌধুরী (২৫), রিয়াজুল ইসলাম (২৪), আফরিজ চৌধুরী শাওন (২৫), শাওন (২০) ও মাহাবুবুল আলম (২৫)।
র্যাব-৩–এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ফারজানা হক বলেন, এই চক্রের সদস্যরা কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করেন। তাঁদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-