চকরিয়ায় যুবলীগ নেতা পল্টুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

 

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া •

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা, অপবাদ ও মানহানিকর স্ট্যাটার্স দেয়ায় চকরিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি মোজাফ্ফর হোসেন পল্টুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) চকরিয়া পৌর সভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফুর আলম বাদি হয়ে চকরিয়া থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলার বাদি সফুর আলম বলেন, যুবলীগ নেতা মোজাফ্ফর হোসেন পল্টু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম ও আওয়ামীলীগের বিরুদ্ধে মানহানিকর স্ট্যাটার্স দিয়ে আমার নেতা ও দলের ক্ষতি করেছেন। তিনি আরও বলেন, মানহানিকর স্ট্যাটার্সদাতা পল্টু একজন সন্ত্রাসী ও প্রতারক। তার বিরুদ্ধে মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সহসভাপতি এরফান চৌধুরীর দায়েরকৃত একটি প্রতারণা মামলায় একবছর সাজাপ্রাপ্ত হয়েছেন। এছাড়া পল্টুর বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও প্রতারণাসহ ডজনহানিক বিভিন্ন মামলা রয়েছে।

আওয়ামীলীগ নেতা সফুর আলম দাবী করেন, প্রধানমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন সময় অসহায় লোকজনের সাথে প্রতারণা করে আসছেন কথিত যুবলীগ নেতা পল্টু।

তিনি প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে পৌর এলাকার ২২ পরিবারের কয়েক কোটি টাকা মূল্যের জমি জবর-দখলে নেয়ার চেয়েছিলো। কিন্তু চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ জাফর আলম ওই জমি জবরদখল করতে সহযোগিতা না করায় বিভিন্ন সময় সাংসদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিতর্কিত ও মানহানিকর স্ট্যাটার্স দেয় পল্টু। যার কারণে আমি দলের একজন কর্মী হিসেবে সংক্ষুব্ধ হয়ে মোজাফ্ফর হোসেন পল্টুর বিরুদ্ধে চকরিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলাাটি দায়ের করি।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ জাফর আলম বলেন, মোজাফ্ফর হোসেন পল্টু একজন প্রতারক। দলে তার কোন পদ পদবী নেই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নাম ও ছবি ব্যবহার করে নিরীহ মানুষের সাথে প্রতারণা করাই ছিলো তার কাজ। তার অনৈতিক কাজে সহযোগিতা না করায় সে আমাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর স্ট্যাটার্স দিচ্ছে।

এদিকে সাংসদ জাফর আলমকে জড়িয়ে নানা বিতর্কিত ও মানহানিকর স্ট্যাটার্স দেয়ায় চকরিয়া পৌর আওয়ামীলীগ বৃহস্পতিবার এক প্রতিবাদ সভার আয়োজন করে। একইদিন চকরিয়া উপজেলা যুবলীগের উদ্যোগেও জরুরী সভা অনুষ্টিত হয়। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মোজাফ্ফর হোসেন পল্টুকে উপজেলা যুবলীগ থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ জাফর আলমকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিতর্কিত ও মানহানিকর স্ট্যাটার্স দেয়ায় স্থানীয় আওয়ামীলীগ নেতা সফুর আলম সংক্ষব্ধ হয়ে থানায় একটি এজাহার দিয়েছেন। ওই এজাহারে জনৈক মোজাফ্ফর হোসেন পল্টুকে আসামী করা হয়েছে। শুক্রবার এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করে থানার উপপরিদর্শক (এস আই) রাজীব চন্দ্র সরকারকে তদন্তভার দেয়া হয়।

আরও খবর