বৈধ ব্যবসার আড়ালে অবৈধ কারবার: কাঠবাহী ট্রলার থেকে ইয়াবা উদ্ধার: আটক ৪

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল :


মিয়ানমার থেকে টেকনাফে আসা একটি কাঠবাহী ট্রলার থেকে ইয়াবার চালানসহ বৈধ ব্যবসার আড়ালে মাদক কারবারে জড়িত ৪ ব্যক্তিকে আটক করেছে সীমান্ত প্রহরী বিজিবি সদস্যরা।

আটক চার মাদক কারবারী হচ্ছে, টেকনাফ হ্নীলা ইউনিয়ন ফূলের ডেইল এলাকার মো. রবিউল ইসলাম’র পুত্র চিহ্নিত মাদক ব্যবসায়ী মো.জাহাঙ্গীর আলম (৪২), সাবরাং ইউনিয়ন শাহপরীরদ্বীপ এলাকার মৃত কালু মিয়ার পুত্র মো. হাফেজ আহমেদ (৪০), মিয়ানমার আকিয়াব জেলার মন্দ্ৰাছে এলাকার মৃত উ চিং য়ে পুত্র ছেওয়াচি (৩৮),রয়েম প্রি দব্ৰিচাই এলাকার মৃত উপান জর পুত্র নেম ইউ চ (৩৬) ।

মাদককারবারী জাহাঙ্গীর’র নামে টেকনাফ থানায় মাদক ও অস্ত্র আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে।

২৭ জানুয়ারি(বৃহস্পতিবার) রাত সাড়ে ৮ টার দিকে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এক সংবাদ সম্মেলনে অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ২ বিজিবি উপ-অধিনায়ক লেঃ এম মুহতাসিম বিল্লাহ শাকিল।

সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক সংবাদ কর্মিদের জানান ২৬ জানুয়ারি (বুধবার) মিয়ানমার থেকে কাঠবাহী একটি ট্রলারে থাকা দুই মিয়ানমার নাগরিকসহ চার জন ব্যক্তি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করার সময় প্রতিবেশী মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী (বিজিপি) এর ৩ টি স্পীড বোট নাফনদীতে ট্রলারটিকে ধাওয়া করলে ট্রলারটি টেকনাফ সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম ৫ হতে আনুমানিক ৪০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে জিন্নাহখাল নামক বালুচরের উঠিয়ে দেয় এরপর উক্ত ট্রলারে থাকা ৪ জন ব্যক্তি পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ সীমান্ত প্রহরী বিজিবি সদস্যরা তাদেরকে আটক করতে সক্ষম হয়।

আটক ব্যক্তিদের জবানবন্দী সন্দেহ জনক হলে কাঠবাহী ট্রলারটি তল্লাশী করে ইঞ্জিনের নীচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ইয়াবাভর্তী ১টি বস্তা উদ্ধার করে বিজিবি।

উদ্ধাকৃত ইয়াবার চালানটির মুল্য ২ কোটি ৩৪ লক্ষ টাকা হবে বলে জানায় বিজিবি।

তিনি আরো বলেন, আটক ৪ মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে।

এদিকে গোপন সংবাদের তথ্য অনুযায়ি গত ২৬ জানুয়ারি (বুধবার) গভীর রাতের দিকে হোয়াইক্যং খারাংখালী নাফনদী বেড়িবাঁধ সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে বিজিবি সদস্যরা। তবে উক্ত অভিযানে কোন মাদক কারবারী আটক করতে পারেনি বিজিবি।

আরও খবর