এনজিও অফিস থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রাম •


নগরীর কোতোয়ালী থানাধীন এনায়েত বাজার এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সাজেদা ফাউন্ডেশন অফিস থেকে মো. আরমানের (২৬) লাশটি উদ্ধার করা হয়। তিনি এনজিওটিতে অফিস সহকারীর দায়িত্বে ছিলেন।

আরমান কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুস সামাদের ছেলে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছি তবে বাকিটা পোস্ট মর্টেম রির্পোট হাতে পাওয়ার পর বলতে পারবো।

আরও খবর