কক্সবাজারে নারীর রগকাটা মৃতদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি :


কক্সবাজারের পেকুয়ায় বাম হাত ও দুই পায়ের রগকাটা অবস্থায় মোহছেনা আক্তার (৩৭) নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া তার পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

মঙ্গলবার(২৫ জানুয়ারী) দুপুর ১২ টায় পেকুয়া সদর নুইন্যামুইন্যা ব্রীজ বিল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত নারী কক্সবাজার পৌরসভার খাজা মঞ্জিল এলাকার ছাবের আহমদের মেয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে কৃষকরা ক্ষেতে চাষাবাদ করতে যাওয়ার সময় মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলি বলেন,মৃতদেহ আশেপাশে কোন রক্তের চিহ্ন নাই। তবে পরিহিত বোরকায় রক্তের দাগ রয়েছে। লাশের পাশেই একটি ব্যাগ পাওয়া গেছে। সেই ব্যাগে মুঠোফোন, স্মার্ট কার্ড ও কিছু টাকা রয়েছে। তাছাড়া নিহতের শরীরের ডানহাতে ঘড়ি রয়েছে।

তিনি আরো বলেন, স্মার্টকার্ডের তথ্য অনুযায়ী নিহতের বাড়ি কক্সবাজার শহরে। সে কিভাবে পেকুয়া আসলো কিংবা কেউ নিয়ে আসলো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরো বলেন, ঘটনাস্থালে সিআইডি ও পিবিআই ও পুলিশের ক্রাইম ইউনিট এসেছে। তারা মৃতদেহ ও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।

আরও খবর