চট্টগ্রাম •
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এক প্রতিবন্ধী যুবককে আটক করেছে থানা পুলিশ।
গত রবিবার রাত পৌনে ৯টার দিকে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ৩ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক যুবক আব্দুল আমিন প্রকাশ পেঠান (২৮)। তিনি কক্সবাজার জেলার টেকনাফের মোচনী পাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নয়াপাড়া মৃত নুরুল ইসলামের ছেলে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, আটক পাচারকারীর বিরুদ্ধে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিসহ লোহাগাড়ার সবধরনের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে লোহাগাড়া থানা পুলিশ সর্বদা সজাগ রয়েছে বলেও তিনি জানান।
সোমবার সকালে আটক পাচারকারীকে আদলতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-