কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউপিতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে এক সঙ্গে দুই ডোজ করোনা ভাইরাসের টিকা দেয়ার অভিযোগ উঠেছে।
ওই ছাত্রী হ্নীলা পশ্চিম সিকদারপাড়ার শফিকের মেয়ে হারেছা আক্তার (১২)। সে দারুসসুন্নাহ মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
শনিবার সকাল ১০টায় হ্নীলা ইউপির উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী টিকা কেন্দ্রে ১২ বছরের শিশুদের করোনার টিকা দেয়া হয়। এসময় হারেছাও ওই কেন্দ্রে টিকা নিতে যায়।
হারেছার মা বলেন, আমার মেয়ে টিকা নিয়ে আসার পর থেকে কান্নাকাটি করছে। তার শরীরে প্রচুর জ্বর ওঠেছে। কোনো সমস্যা হলে কর্তৃপক্ষকে দায় নিতে হবে।
জানতে চাইলে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. টিটু চন্দ্রশীল জানান, ভুলে এক শিক্ষার্থীকে দুই ডোজ টিকা দেয়া হয়েছে। কোনো সমস্যা হবে না। ওই শিক্ষার্থীর কোনো সমস্যা হলে হাসপাতাল কর্তৃপক্ষ দেখবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-