আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজারের উখিয়ায় বিজিবির সাথে মাদক পাচারকারীদের গোলাগুলির ঘটনায় বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করেছে। তবে এসময় কেউ হতাহত হয়নি।
১৯ জানুয়ারি রাতে উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপি’র দক্ষিণ বালুখালী থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোঃ মেহেদি হোসাইন কবির জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপি’র সদস্যরা জানতে পারে যে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে।
উক্ত সংবাদের ভিত্তিতে উখিয়ার বালুখালী বিওপি’র একটি টহল দল উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপি’র দক্ষিণ বালুখালী নামক এলাকায় অবস্থান গ্রহণ করে।
পরবর্তীতে রাত সাড়ে ১০ টার দিকে কয়েক জন ইয়াবা পাচারকারী পায়ে হেঁটে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে সশস্ত্র ইয়াবা পাচারকারীরা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেরে বিজিবি টহল দলের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ করতে থাকে।
এসময় নিজেদের রক্ষার্থে চোরাকারীরদের লক্ষ্য করে ৫ রাউন্ড পাল্টা ফায়ার করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে টহল দল ঘটনাস্থল হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ২ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের ৮০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যা পরবর্তীতে ধ্বংস করার জন্য সংরক্ষিত করা হয়েছে।
৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ মেহেদি হোসাইন কবির আরও জানান,মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’নীতি ঘোষণার প্রেক্ষিতে করোনা ভাইরাস এর মহামারির মধ্যেও বিজিবি তাদের নিজ কর্তব্যে অটুট থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত ১ জানুয়ারি হতে অদ্যাবধি পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক ৪ লাখ ১৮ হাজার ৫৫০ পিস বার্মিজ ইয়াবাসহ ৫ জন আসামী আটক করেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-