সাগর পাড়ে ভেসে এল অজ্ঞাত লাশ

চট্টগ্রাম •

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকায় সমুদ্রের পানিতে ভেসে আসা অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে উদ্ধারের প্রায় ৭ ঘন্টা পরও লাশের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, দুপুর ১টার দিকে জেলেদের জালে ভেসে আসে লাশটি। পরে তারা পুলিশকে খবর দেয়। দেড়টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।

সীতাকুণ্ড থানার উপ পরিদর্শক (এসআই) সামিউর রহমান বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সাগর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর