নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের বাকখালী নদী থেকে আনুমানিক ১৮ মাস বয়সী অজ্ঞাতনামা এক মেয়ের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৯ টায় ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজারস্থ নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর থানার ওসি (অপারেশন) সেলিম উদ্দিন বলেন, বাংলাবাজার ব্রীজের অল্প দুরেই নদীতে ভাসছিল শিশুর মৃতদেহটি। স্থানীয়রা দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
তিনি আরো বলেন, শিশুটির মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। তার পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-