কক্সবাজার জার্নাল ডটকম •
উখিয়ার পালংখালীতে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি জব্দ এবং দুই ব্যক্তিকে সাজা দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১১ জানুয়ারি) উপজেলার থাইংখালী বিটের আওতাধীন তাজনিমারখোলা ও হাকিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করেন। এ অভিযানকালে মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে একমাসের কারাদণ্ড এবং অপর একজনকে অর্থদণ্ড করা হয়।
এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিন।
এসময় তিনি বলেন, থাইংখালী বিটের আওতাধীন পাহাড়ি এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ড্রেজারসহ আনুষাঙ্গিক যন্ত্রপাতি জব্দ করা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে একমাসের কারাদণ্ড এবং অপর একজনকে অর্থদণ্ড করা হয়েছে।
তিনি আরও বলেন, পাহাড় খেকোদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। এ জন্য এলাকাবাসীর সহযোগিতায় ও ব্যাপক গণসচেতনতা কামনা করেছেন তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-