ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে উপজেলা সদরের বাঘরী এলাকার ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম সুমাইয়া আক্তার মিতু।
১৬ বছর বয়সী মিতু রাজাপুর সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও পিরোজপুরের কাউখালি উপজেলার বেতকা গ্রামের মো. মনিরুজ্জামানের মেয়ে। পরিবারের সঙ্গে তিনি উপজেলার মঠবাড়ী ইউনিয়নে পশ্চিম চর বাঘড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়রা জানায়, শনিবার রাত ৯টার দিকে বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে বাসায় ফেরেন মিতু। এরপর খাওয়া-দাওয়া শেষ করে মিতুর নানি পাশের বাসায় পান খেতে যান। সেখান থেকে ফিরে ঘর বন্ধ দেখে মিতুকে ডাকাডাকি শুরু করেন নানি।
একপর্যায়ে জানালায় উঁকি দিয়ে ভেতরে মিতুর ঝুলন্ত দেহ দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে মিতুর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এর আগে, মিতুর সঙ্গে তার বোনের কথা কাটাকাটি হয় বলে জানান প্রতিবেশীরা। এ নিয়ে তার বড় বোন মীম শ্বশুড়বাড়িতে চলে যান।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, লাশ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-