মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
রোববার ৯ জানুয়ারি কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৫১৬ জনের নমুনা টেস্ট করে ৬৮ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। অবশিষ্ট ৪৪৮ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার করোনা শনাক্ত হওয়া ৬৮ জনের মধ্যে মহেশখালী উপজেলার রোগী ৩৮ জন, কক্সবাজার সদর উপজেলার রোগী ৫ জন, টেকনাফ উপজেলার ১ জন এবং চকরিয়া উপজেলার ২ রোগী রয়েছে। অবশিষ্ট ২২ জন আগে আক্রান্ত হওয়া রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট।
এছাড়া, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গত ৮ জানুয়ারি ৩৪২ জনের নমুনা টেস্ট ৪০ জন, ৭ জানুয়ারি ৫৭৫ জনের নমুনা টেস্ট করে ১৬ জন এবং ৬ জানুয়ারি ৪৬৯ জনের নমুনা টেস্ট করে ২৮ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। অথচ গত ১ জানুয়ারি কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৪৬২ জনের নমুনা টেস্ট করে কোন করোনা রোগী শনাক্ত হয়নি। ৪৬২ জনের মধ্যে সকলের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-