রুমখাঁপালংয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী “ডাংগুলি” টুর্নামেন্ট উদ্বোধন


ইমরান আল মাহমুদ:
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী “ডাংগুলি” খেলার টু্র্ণামেন্টের যাত্রা শুরু হয় উখিয়া উপজেলার রুমখাঁপালংয়ে।

বুধবার(৫ জানুয়ারি) বিকেলে হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ মনি মার্কেট সংলগ্ন মাঠে খেলার সূচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা।

“আফিফা ডাংগুলি টুর্নামেন্ট”এর উদ্বোধনী ম্যাচে আমন্ত্রিত অতিথিরা বলেন,”গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ডাংগুলি খেলার ঐতিহ্য ধরে রাখতে টুর্নামেন্ট আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানায়। হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রেখে বিনোদনের মাধ্যমে সবাইকে মাদক থেকে দূরে থাকতে হবে।”

অতিথিদের মধ্যে রুমখাঁপালং ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক আব্দুল আলম, সমাজ সেবক নজরুল ইসলাম,খাইরুল আমিন,ছাত্রনেতা মোর্শেদুল হক ভুট্টো,আবদুল্লাহ আল মামুন সহ অনেকে উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটির সদস্যদের মধ্যে নুরুল আবছার,শামসুল আলম সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে চরপাড়া বাছাই একাদশ কে হারিয়ে রুমখাঁপালং যুব ঐক্য পরিষদ জয়লাভ করে।

বিজয়ী দলের অধিনায়ক শাহিন বলেন,মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে গ্রামের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ডাংগুলি খেলার প্রথম ম্যাচে জয়লাভ করি। জয়ের ধারা অব্যাহত রেখে চ্যাম্পিয়ন হবো বলে আশাবাদী।

আরও খবর