মিরসরাই প্রতিনিধি •
মিরসরাইয়ে কোটি টাকা মূল্যের যৌন উত্তেজক ও শক্তিবর্ধক ভারতীয় ওষুধ উদ্ধার করেছে অলিনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার করেরহাট ইউনিয়নে বাংলাদেশ-ভারত সীমান্তের আমতলী এলাকা থেকে এ ওষুধ উদ্ধার করা হয়। তবে এসময় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি।
অলিনগর বিজিবি ক্যাম্প (ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি) সূত্রে জানা গেছে, উদ্ধার করা ওষুধগুলোর মধ্যে রয়েছে ১৭ হাজার ২৪০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট ও ১৩ লাখ ৫০ হাজার পিস শক্তিবর্ধক ট্যাবলেট। এর মূল্য কোটি টাকার বেশি।
অলিনগর সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নজরুল ইসলাম পাটোয়ারী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে যৌন উত্তেজক ও শক্তিবর্ধক ভারতীয় ওষুধগুলো উদ্ধার করা হয়েছে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-