নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার শহরের এক স্কুলছাত্রীকে হোটেলে আটকে রেখে ধর্ষণের অভিযোগে আশিক নামে এক যুবকে গ্রেফতার করেছে র্যাব-১৫। সোমবার রাত ১২টার দিকে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রীকে গত ১৩ ডিসেম্বর তুলে নিয়ে দুদিন কক্সবাজার শহরে কলাতলীর হোটেল-মোটেল জোনের একটি হোটেলে আটকে রেখে ধর্ষণ করে আশিক।
গত ১৮ ডিসেম্বর এ ঘটনায় কক্সবাজার সদর থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ওই মামলার প্রধান অভিযুক্ত আশিক।
কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, গত ১৮ ডিসেম্বর ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামি করে মামলা করেন।
আসামিরা হলেন-কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া এলাকার নজরুল ইসলামের ছেলে মো. আশিক (২৭) ও তার মা রাজিয়া বেগম (৫৫), বাবা নজরুল ইসলাম (৬০), ভাই মো. কামরুল (৩৪) এবং শহরের ঝাউতলা গাড়ির মাঠ এলাকার মো. হায়দার ওরফে হায়দার মেম্বারের ছেলে রিয়াজ উদ্দিন (৪০)।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-