কক্সবাজারে সমুদ্র সৈকতের পান দোকানে বিদেশি মদ-বিয়ার: দুই যুবক আটক

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :

কক্সবাজারের হোটেল-মোটেল জোন সংলগ্ন সুগন্ধা সমুদ্র সৈকতের ধারের একটি পানের দোকান থেকে বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে র‍্যাব।

এ সময় কক্সবাজারের রামুর গর্জনিয়া ফাক্রিকাটা এলাকার মোঃ ইয়াছিনের ছেলে মোহাম্মদ ইমরান ও কক্সবাজার সদরের চৌফলদন্ডী দক্ষিণ পাড়া এলাকার মৃত কালু মিয়ার মোহাম্মদ জুবায়ের নামে দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার রাত সোয়া ৮টার দিকে তাদের আটক করা হয়। ঐ সময় ৫৮ বোতল বিদেশি মদ ও ২৪টি বিয়ার উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদকসহ দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও খবর