ডেস্ক রিপোর্ট :
ফেনীতে এক হাজার ৮০০ ইয়াবাসহ রোহিঙ্গা মা ও ছেলেকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুলতানা ফিলিং স্টেশনের সামনে বাস তল্লাশি করে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
ফেনীস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় মহাসড়কে ছাগলনাইয়া এলাকায় সুলতানা ফিলিং স্টেশনের সামনে সন্দেহভাজন একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ঢাকাগামী একটি সিডিএম বাস থেকে ১ হাজার ৮০০ ইয়াবাসহ মা ফাতেমা ও ছেলে মো. রফিককে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন, আটক রোহিঙ্গারা সম্পর্কে মা ও ছেলে। তারা কক্সবাজারের টেকনাফের মোচনী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। পরে তাদেরকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-