নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বিছানায় দু’শিশু সন্তানের লাশ ও মায়ের ঝুলন্ত লাশ দেখতে পেয়েছে পুলিশ।
বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ি ঘিরে রাখে পুলিশ। সন্ধ্যায় ইসলামপুর ইউনিয়নের ঘোনা গ্রামে ঘটে এ ঘটনা।
বিষয়টি নিশ্চিত করেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম। তিনি বলেন, ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কৈলাষের ঘোনা গ্রামের বাসিন্দা মৃত আজিজুর রহমানের ছেলে শহিদুল হকের বাড়িতে এই ঘটনা ঘটে। ঘরে একটি রুমে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শহিদুল হকের স্ত্রী জিসান আকতারের লাশ দেখা গেছে।
এছাড়া বিছানায় দেখা গেছে তাদের দুই শিশুকন্যা সাইফা শহিদ জাবিন (৫) ও সাইফা শহিদ জেরিন (২) এর লাশ। বিকেল ৫টার দিকে তাদের মৃত্যুর ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে দেখা গেছে, রুমের দরজা ভেতর থেকে বন্ধ। খাটে দুই কন্যাশিশুর লাশ পড়ে আছে। আর তাদের মায়ের লাশ ঝুলছিল ফ্যানের সঙ্গে।
ওসি মো. আবদুল হালিম বলেন, কী কারণে এমন ঘটনা ঘটলো, তা এখনো জানা যায়নি। রহস্য উদঘাটন করতে সিআইডির ক্রাইমসিন টিমকে খবর দেয়া হয়েছে। তারা এলে সবকিছু সুক্ষ্মভাবে নিরীক্ষা করে দেখা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-