ইমরান আল মাহমুদ:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ওয়ান শুটারগান ও গুলিসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)।
মঙ্গলবার(২১ ডিসেম্বর) ভোরে ক্যাম্প-১৪ এর হাকিমপাড়া নুর আলমের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন জানান,মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের নেতৃত্ব এপিবিএন সদস্যরা ক্যাম্প-১৪ হাকিমপাড়ায় অভিযান চালিয়ে মৃত আলতাজ মিয়ার ছেলে নুর আলম(৩৫) কে আটক করা হয়। আটক নুর আলমকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার ব্যবহৃত ট্যাংক এর ভিতর থেকে সে ১টি ওয়ান শুটার গান ও ৩ রাউন্ড গুলি বের করে দেয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু করা হচ্ছে বলে জানা তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-