নিজস্ব প্রতিবেদক :
রত্না পালং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কামারিয়ার বিল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে উখিয়া বন বিভাগের সফল অভিযানে পাহাড় কাটা অবস্থায় ঘটনাস্থলে মাটি ভর্তি একটি ডাম্পার আটক করা হয়েছে
আটককৃত ডাম্পারের মালিক হচ্ছেন, রতনা পালং, তেলিপাড়া ৭ নং ওয়ার্ডের আরমান হাকিম ও তার ভগ্নিপতি ডাম্পার ড্রাইভার দিলদার মিয়া।
সুত্রে জানা যায়, তেলিপাড়ার আরমান হাকিম, তার বাবা লোকমান হাকিম, তার ভগ্নপতি দিলদার মিয়া, আকতার কামাল, মামা খাইরুল বশর সিন্ডিকেট দীর্ঘ দিন যাবত পাহাড় কাটার সাথে জড়িত।
রত্না পালং ইউনিয়নের অধিকাংশ পাহাড় তারা ধ্বংস করেছেন বলে অভিযোগ রয়েছে।
তাদের নিজস্ব তিনটি ডাম্পার আছে। এই ডাম্পারের মাধ্যমে বন বিভাগের পাহাড় কেটে রমরমা মাটির ব্যবসা করছে।অবশেষে উখিয়া বন বিভাগের গোপন অভিযানে পাহাড় কাটা অবস্হায় মাটি ভর্তি ডাম্পার আটক করা হয়।
এ বিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী সফিউল আলম ঘটনার সত্যতা স্বীকার করেন।
তিনি বলেন পাহাড় কাটা অবস্হায় মাটি ভর্তি ডাম্পার জব্দ করা হয়েছে এবং বিভাগীয় মামলা করা হয়েছে বলে উল্লেখ করেন।পাহাড় কাটার সাথে জড়িত ডাম্পার মালিক আরমান সহ অন্যান্যরা বনবিভাগের উপস্তিতি টের পেয়ে তাৎক্ষণিক পালিয়ে যান বলে জানান তিনি। তিনি কাউকে ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করেন।
সরকারী বন রক্ষায় তিনি সমাজের সকল স্তরের মানুষের সহযোগীতা কামনা করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-