এম.এ আজিজ রাসেল :
আগামীকাল ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের দ্বি—বাষিক নির্বাচন। বুধবার ছিল নির্বাচনী প্রচারণার শেষ দিন। তাই সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীদের মিছিল, শোডাউন, গণসংযোগ ও পথসভায় মুখরিত ছিল সর্বত্র।
নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে বাণিজ্যিক এলাকাগুলোতে। মার্কেট ও রাস্তায় রাস্তায় শোভা পাচ্ছে প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও পোস্টার। ভোটারদের মন জয় করতে নির্ঘুম রাত পার করছে প্রার্থীরা। আগামীকাল শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ১১৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তারমধ্যে আজীবন সদস্য রয়েছেন ১২৩ জন। ৯৫টি ব্যবসায়ী সমিতি থেকে ১১ জন করে রয়েছেন ১০৪৫ জন।
নির্বাচনের আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৭ জন প্রার্থী। তাঁরা হলেন, সভাপতি পদে প্যানেল মেয়র মাহবুবুর রহমান চৌধুরী (দেওয়ালঘড়ি), সিনিয়র সহসভাপতি পদে আলহাজ¦ আমিনুল ইসলাম (হারিকেন), সহ—সাধারণ সম্পাদক পদে খালেদ ওমর রানা (তালা), সাংগঠনিক সম্পাদক পদে আবু আহমদ (আপেল), দপ্তর সম্পাদক পদে মো. জাফর আলম (সেলাই মেশিন), সমাজকল্যাণ সম্পাদক পদে আহমদ কবির (চশমা) ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ ইলিয়াছ (মিনার)।
বাকি ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাঁরমধ্যে সহ—সভাপতি পদে লড়ছেন ৩ জন। তাঁরা হলেন আমিনুল ইসলাম হাসান (খেজুর গাছ), নুরুল কবির চৌধুরী (বাইসাইকেল) ও মো. জসিম উদ্দিন (হরিণ)।
তারমধ্যে প্রচার—প্রচারণায় এগিয়ে রয়েছেন খেজুর গাছ প্রতীকের আমিনুল ইসলাম হাসান।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। তাঁরা হলেন, মুছা কলিম উল্লাহ (পাঞ্জাবী), আলহাজ¦ আবুল হাশেম সওদাগর (চাকা), আবদুল্লাহ আল মাসুম আসিফ (মোমবাতি) ও নজরুল ইসলাম (উড়োজাহাজ)। এদের মধ্যে মুছা কলিম উল্লাহ ও আলহাজ¦ হাশেম সওদাগরের মধ্য হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
সিনিয়র সহ—সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী মাঠে রয়েছেন। তাঁরা হলেন, শাহীনুল ইসলাম (মোরগ) ও মোতাহের হোসাইন (মাছ)।
প্রচার সম্পাদক পদে দুই হেভিওয়েট প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন জহিরুল ইসলাম (মাইক) ও শফিউল আলম (টেলিফোন)। নির্বাচনে জয়ের মালা পরতে তারা দুজনই সমানতালে কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন।
এছাড়া আইন বিষয়ক সম্পাদক পদে নজিবুল্লাহ খান (কলম) ও মোস্তফা কামাল মিন্টু (বই) প্রতীক নিয়ে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। জয়ের ব্যাপারে কেউ কাউকে ছাড় দিতে নারাজ।
সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে টেবিল ফ্যান নিয়ে লড়ছেন আবদুল জব্বার। তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছেন ময়ুর প্রতীকের মো. হেলাল উদ্দিন। নানা কৌশলে তাঁরাও জয় হতে মরিয়া।
তাছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ক্রিকেট ব্যাট প্রতীক নিয়ে মাঠে আছেন তরুণ ব্যবসায়ী আনোয়ারুল ইমরান ও দোয়াত কলম প্রতীকের ইমাম হোসেন।
সর্বশেষ ৫টি নির্বাহী সদস্য পদের বিপরীতে লড়ছেন ৭ জন প্রার্থী। তারা হলেন, আজিব চৌধুরী (লাটিম), আবুল কালাম (প্রজাপতি), শাহ খোরশেদ আলম (কলসী), মো. নাসির উদ্দিন (হাতঘড়ি), কামরুল হাসান (শাপলা), জিয়া উদ্দিন মাহমুদ (উটপাখি) ও বজল করিম (দোয়েল পাখি)।
নির্বাচনে কে হাসবে বিজয়ের শেষ হাসি তা দেখার অপেক্ষায় পুরো জেলাবাসী।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-