ইয়াবা বিক্রি করতে গিয়ে ধরা খেলেন টেকনাফের যুবক

টেকনাফ অফিস •

কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ কেফায়েত উল্লাহ নামে এক যুবককে আটক করেছে র‍্যাব।

সোমবার বিকেলে টেকনাফের নাজিরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। কেফায়েত সদর ইউপি মৌলভী পাড়ার নুর হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড ল) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

তিনি বলেন, সদর ইউপি নাজির পাড়া এলাকায় সামনে ইয়াবা ক্রয়-বিক্রির উদ্দেশ্য মাদক কারবারি অবস্থান করছেন। এমন সংবাদে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করা হয়। অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যান। পরে আটককৃত যুবকের কাজ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ওই যুবককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

আরও খবর