করোনার কারণে চরম দারিদ্র্যে ৫০কোটি মানুষ!

কক্সবাজার জার্নাল ডেস্ক:
বিশ্বের অন্তত ৫০ কোটি মানুষকে চরম দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে মহামারি করোনাভাইরাস। এমন তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, করোনায় আক্রান্তদের চিকিৎসার উচ্চ ব্যয় এসব মানুষকে প্রায় নিঃস্ব করে দিয়েছে। ওষুধ, খাবারের পাশাপাশি আইসিইউ খরচ নাগালের বাইরে হওয়ায় করোনায় আক্রান্ত ব্যক্তি এবং তার পরিবারকে চরম সংকটে পড়তে হয়। মহামারিতে চরম দারিদ্রে পৌঁছে যাওয়াদের বেশিরভাগই মধ্যবিত্ত শ্রেনীর বলেও জানানো হয়। এর ফলে সরাসরি ক্ষতিগ্রস্থ হচ্ছে প্রায় ১০০ মিলিয়ন শিশু।

এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম এই মন্তব্য করেন। মূলত, চিকিৎসার ব্যয়ভার সামলাতে গিয়েই আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছেন এসব মানুষ।

আরও খবর