চট্টগ্রাম :
চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে আনুমানিক ৪ কোটি টাকা মূল্যের ১ লাখ ৩৩ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ।
বৃহস্পতিবার রাতে কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন: মোঃ ইসমাইল (৪৩) ও মো. রেদওয়ান (২৬)। দুজনের বাড়ি কক্সবাজারের উখিয়া থানার ফারীর বিল এলাকায়।
গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-