নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ হোয়াইক্যং ঊনছিপ্রাংয়ের শামসুল আলম নামে এক মাদক কারবারীকে আটক করেছে। এই ঘটনায় উখিয়া রাজাপালংয়ের সাবেরকে পলাতক আসামী করা হয়েছে।
সুত্র জানায়,গত ৭ডিসেম্বর (মঙ্গলবার) রাত ১০টায় কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে উখিয়া পালংখালীর গয়ালমারা এমএসএফ হাসপাতালের পাশে অভিযান চালিয়ে হোয়াইক্যং ঊনছিপ্রাং এলাকার মৃত বশত করিমের পুত্র শামসুল আলম (২৮) কে একটি শপিং ব্যাগসহ আটক করে।
এসময় উখিয়া রাজাপালংয়ের ঘোনারপাড়া পিঞ্জিরকূলের মৃত বাবুলের পুত্র মোঃ সাবের (৩০) পালিয়ে যায়। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ব্যাগটি তল্লাশী করে ১০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,এই বিষয়ে সাবেরকে পলাতক আসামী করে গ্রেফতারকৃত শামসুল আলমের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-