ইমরান আল মাহমুদ:
উখিয়ায় অবৈধ করাতকল উচ্ছেদ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার(৭ ডিসেম্বর) দুপুরে শুরু হওয়া অভিযান পাঁচ ঘন্টা পর শেষ হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার( ভুমি) মো. তাজ উদ্দিন।
উখিয়া থানা পুলিশ ও বনবিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় পালংখালী ইউনিয়নে পাঁচঘন্টা ব্যাপী অভিযানে ২০লাখ টাকার কাঠ চেরাই করার সরঞ্জাম জব্দ করা হয় ও দুজনকে গ্রেফতার করে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উখিয়া উপজেলা সহকারী কমিশনার(ভুমি) জানান,মঙ্গলবার দুপুর থেকে পাঁচঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করে পালংখালী ইউনিয়নের অবৈধ কাঠ চেরাই মেশিনসহ ২০লাখ টাকার সরঞ্জাম জব্দ করা হয়। এসময় দুজনকে গ্রেফতার করে ১০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অবৈধ করাতকল মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-