আন্তর্জাতিক ডেস্ক:
নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতর ঘিরে রেখেছে পুলিশ। বৃহস্পতিবার ভবনটির বাইরে এক ব্যক্তিকে অস্ত্র হাতে দেখা যাওয়ার পর দ্রুত সেখানকার নিরাপত্তা জোরদারের এই উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।
উদ্ভূত পরিস্থিতিতে জাতিসংঘ সদর দফতরের প্রবেশ পথ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির একজন মুখপাত্র। তবে ভেতরে দাফতরিক কার্যক্রম চালু রয়েছে।
কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
জাতিসংঘের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সংস্থাটির সদর দফতরের সামনের প্রবেশপথে আত্মহত্যার হুমকি দিচ্ছেন ওই ব্যক্তি।
সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, জাতিসংঘ ভবন সংলগ্ন রাস্তার পাশে দাঁড়ানো একজন সশস্ত্র ব্যক্তিকে ঘিরে রেখেছে পুলিশ। ওই রাস্তায় জনসাধারণের চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
এরইমধ্যে ঘটনা তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। টুইটারে দেওয়া পোস্টে তদন্তের স্বার্থে লোকজনকে ২৪ স্ট্রিট ও ফার্স্ট অ্যাভিনিউ এলাকায় প্রবেশ না করার আহ্বান জানিয়েছে পুলিশ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-