কক্সবাজারে শ্রমিকলীগ সভাপতি জহির হত্যা মামলার আসামি তাহের ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজার জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামী সাবেক ছাত্র শিবির নেতা তাহের সিকদারকে ঢাকার সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার রাতে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত তাহের সিকদার কে ঢাকা থেকে কক্সবাজার নিয়ে আসা হচ্ছে এবং তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।

গেলো ৫ নভেম্বর রাতে লিংকরোড এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে মৃতুবরণ করেন।

আরও খবর