সামাজিক যোগাযোগ মাধ্যমে ইয়াসিরের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা পরিবারের

বার্তা পরিবেশক:
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া এলাকার এসএম ইয়াসিরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন তার পরিবার।

ইয়াসির প্রয়াত মরহুম এস এস শাহ আলমের ছেলে। এস এম শাহ আলম কক্সবাজার জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক ও উখিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

পরিবারের দাবি,ইয়াসির একজন শিক্ষানবিশ আইনজীবী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার করে মানহানি করছে। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেন তারা। উক্ত অপপ্রচারে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধও জানান।

প্রতিবাদকারী:
মরহুম এস এম শাহ আলমের পরিবারের সদস্যবৃন্দ

আরও খবর