কক্সবাজার শহরের বাসিন্দা দিদারের অকাল মৃত্যু

সংবাদ বিজ্ঞপ্তি •

টেকপাড়ার স্থায়ী বাসিন্দা বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ কমিটির সদস্য তরুন সমাজ সেবক দিদারুল ইসলাম দিদার ইন্তেকাল করেছেন (ইন্না..রাজেউন)।

তিনি ২৭ নভেম্বর শনিবার রাত ৮ টার দিকে স্ট্রোক জনিত কারনে অজ্ঞান হয়ে পড়লে দ্রুত তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয় সেখানেই তার মৃত্যু হয়।

দিদারুল ইসলাম টেকপাড়ার বাসিন্দা মরহুম আলহাজ লাল মিয়ার পুত্র। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪১ বছর। তিনি স্ত্রী ও ২ পুত্র সন্তান সহ অনেক আত্বীয় স্বজন রেখে গেছেন।

মরহুম দিদারুল ইসলাম ইসলামের ছোট ভাই আবদুল্লাহ আল ফারুক ডালিম জানিয়েছেন তার বড় ভাইয়ের জানাযার নামাজ রবিবার জোহরের নামাজের পর টেকপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে অনুষ্টিত হবে। এতে সবাইকে শরীক হওয়ার জন্য আহবান জানান তিনি।

এদিকে বৃহত্তর টেকপাড়া সমাজ কমিটির সদস্য দিদারুল ইসলাম দিদারের আকস্বিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন টেকপাড়া সমাজ কমিটির সভাপতি আমির হোসেন সওদাগর,সহ সভাপতি জয়নাল আবেদীন সও,মমতাজুল হক সওদাগর,ইউচুপ জালাল,সাধারণ সম্পাদক শামসুল আলম কেলু,কোষাধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন,নির্বাহী সদস্য ওসমান গণি পুতু,ফজলুল কাদের নবাব,নজরুল ইসলাম,মোঃ মহিউদ্দিন,মাহাবুবুর রহমান,ফয়সাল আবদুল্লাহ। নেতৃবৃন্ধ মরহুম দিদারুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

আরও খবর