চকরিয়ায় ইউপি নির্বাচনে বহিস্কার ও শীর্ষ নেতাদের মদদে মাঠ দাপাচ্ছে বিদ্রোহী প্রার্থীরা!

মুকুল কান্তি দাশ,চকরিয়া :

আগামী ২৮ নভেম্বর কক্সবাজারের চকরিয়া উপজেলার ১০ ইউপিতে অনুষ্টিত হতে যাচ্ছে নির্বাচন। এই নির্বাচনের ১০ইউপিতে আওয়ামীলীগ থেকে নৌকা প্রতিক দেয়া হয়েছে। কিন্তু এই ১০ইউপির মধ্যে ৭টিতেই রয়েছে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী।

কিন্তু এই ৭ ইউনিয়নের ৮ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিস্কার করা হলেও জেলা-উপজেলা পর্যায়ের কিছু শীর্ষ নেতাদের মদদে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। যার ফলে আওয়ামীলীগের নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে হতাশা।

জানা গেছে, উপজেলার বদরখালী ইউনিয়নে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরে হোছাইন আরিফকে। আর এই ইউনিয়নে আওয়ামীলীগ থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোাহী প্রার্থী হয়েছেন মোহাম্মদ আলী চৌধুরী।

পূর্ব বড় ভেওলা থেকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে সাবেক ছাত্রলীগ নেতা সন্ত্রাসীদের গুলিতে নিহত নোবেলের স্ত্রী ফারহানা আফরিন মুন্না। আর আওয়ামীলীগ থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে মাঠে রয়েছেন কামরুজ্জামান সোহেল। কৈয়ারবিল ইউনিয়নে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা জন্নাতুল বকেয়া রেখা।

এই ইউপিতে আওয়ামীলীগ থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন আফজাল-উর রহমান চৌধুরী। পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরীকে। আর এতে আওয়ামীলীগ থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন অ্যাডভোকেট রবিউল এহেছান।

কোণাখালী ইউনিয়নে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেয়া হয় জাফর আলম ছিদ্দিকীকে আর মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান দিদারুল হক সিকদার। লক্ষ্যারচর ইউনিয়নে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে মহি উদ্দিন মো.আওরঙ্গজেব বুলেট। আর এতে মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন মো.সাইকুল ইসলাম।

কাকারা ইউনিয়নে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেয়া হয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান শওকত ওসমান। আর আওয়ামীলীগ থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন শাহাবউদ্দিন ও মোহাম্মদ ইছমত-ইলাহী। উপজেলার ঢেমুশিয়া, কৈয়ারবিল ও ভেওলা মানিকচর (বিএমচর) ইউনিয়নে কোন বিদ্রোহী প্রার্থী না থাকলেও বেকায়দায় রয়েছেন আওয়ামীলীগ প্রার্থীরা।

তৃণমুল আওয়ামীলীগের নেতারা অভিযোগ করে বলেন, আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চকরিয়া উপজেলার ১০ ইউনিয়নে নৌকা প্রতিক দিয়েছেন। তাই আওয়ামীলীগের সকল স্তরের নেতা-কর্মীদের দায়িত্ব সব ভেদাভেদ ভুলে নৌকা প্রতিকের প্রার্থীদের পক্ষে কাজ করা।

কিন্তু জেলা ও উপজেলা আওয়ামীলীগের অনেক শীর্ষ নেতা বিদ্রোহী প্রার্থীর পক্ষে পরোক্ষভাবে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা মাঝে মাঝে নির্বাচনী বিভিন্ন সভা-সমাবেশে বক্তব্য রাখছেন। নৌকার পক্ষে ভোট প্রার্থনাও করছেন। কিন্তু তাদের এই কর্মকান্ডেও আস্থা রাখতে পারছেনা তৃণমুলের নেতা-কর্মীরা। যার কারণে তৃণমুল পর্যায়ের নেতা-কর্মী-সমর্থকরা দ্বিধাদ্বন্দে পড়েছেন। এতে করে নৌকার প্রার্থীরা বেশ বেকায়দায় রয়েছেন। ফলে ১০ ইউপিতে নৌকার বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে।

কাকারা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শওকত ওসমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর আস্থা রেখে আমাকে নৌকা প্রতিক দিয়েছেন। কিন্তু কিছু কিছু প্রার্থী নৌকা মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। বিদ্রোহী প্রার্থী থাকলেও জনগণ আমার পক্ষে রয়েছেন।

ওই ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী সাহাবউদ্দিন বলেন, জনগণ আমাকে ভোটে দাঁড় করিয়েছেন। জনগণের ইচ্ছায় আমি প্রার্থী হয়েছি।

চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক বলেন, ইতোমধ্যে ৮ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিস্কার করা হয়েছে। ওইসব বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে সরে এসে নৌকা প্রতিকের প্রার্থীদের পক্ষে কাজ করতে নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, জেলা-উপজেলা পর্যায়ের আওয়ামীলীগের বেশ কিছু নেতা পরোক্ষভাবে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন। যার কারণে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাও ওইসব বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন নৌকার ভরাডুবির জন্য।

এব্যাপারে জানতে চাইলে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান বলেন, দলের বিরুদ্ধে যারাই করবে তাদের আওয়ামীলীগে কোন স্থান নেই। চকরিয়ায় আওয়ামীলীগের ৮ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিস্কার করা হয়েছে। দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্যও নির্দেশ দেয়া হয়েছে।

আরও খবর