ইয়াবা নিয়ে উখিয়ায় ধরা রামুর যুবক

উখিয়া প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ার পালংখালীর গয়ালমারায় র‍্যাব-১৫ এর অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার করা হয়েছে।

রোববার ( ২১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে র‍্যাবের চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে পূর্ব ধেছুয়া পালং এর-মোঃ শফি ছেলে হামিদুল হক (৩২) কে গ্রেফতার করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর সাথে থাকা ব্যাগ তল্লাশী করে দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-১৫ এর অতিঃ পুলিশ সুপার, সিনিঃ সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অধিনায়ক মোঃ আবু সালাম চৌধুরী।

আরও খবর