ইমরান আল মাহমুদ •
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৩০হাজার পিস ইয়াবা সদৃশ এমফিটামিন ট্যাবলেট সহ দুজনকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
শনিবার(২০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৮ ইস্ট এর মোহাম্মদ জোহার(২২) এর বসতঘরে অভিযান চালিয়ে ৩০হাজার পিস ইয়াবা সদৃশ এমফিটামিন ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসময় ক্যাম্প-৮ ইস্টের সলিম উল্লাহর ছেলে মজিবুল্লাহ(২০) ও ক্যাম্প-২ ডাব্লিউ এর মৃত সৈয়দ কাশেমের ছেলে মোহাম্মদ শাহ(২১) কে আটক করতে সক্ষম হলেও ক্যাম্প-৮ ইস্টের আবদুল মজিদের ছেলে মোহাম্মদ জোহার(২২) কে আটক করলেও সে পালিয়ে যায়।
৮ এপিবিএন কমান্ডিং অফিসার পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খান পিপিএম জানান,শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপিবিএন অভিযান পরিচালনা করে ৩০হাজার পিস ইয়াবা সদৃশ এমফিটামিন ট্যাবলেটসহ দুজনকে আটক করতে সক্ষম হয়। এসময় একজন পালিয়ে যায়।
আটককৃত ব্যক্তি ও পলাতক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-