‘ডাকাতির প্রস্তুতিকালে’ অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক

উখিয়া প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্প থেকে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৫ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেটও জব্দ করা হয়েছে।

শনিবার দুপুরে অভিযানের বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক, পুলিশ সুপার নাইমুল হক।
আটকরা হলেন, ৩ নং ক্যাম্পের ব্লক-বি/১৩ এর মো. কবির আহমদের ছেলে নুর হোসেন (৩৮), কুতুপালং ক্যাম্প ব্লক-বি এর আবদুল করিমের ছেলে আলী হোসেন (২২) একই ক্যাম্পের ব্লক-জি এর মৃত আবদুল কাদেরের ছেলে নুর কাদের (২৩), ব্লক-এ এর তোফায়েল আহম্মদের ছেলে মো. হাসান (২৫) এবং ব্লক-সি এর মৃত সৈয়দুল ইসলামের ছেলে মো. সৈয়দ (২৬)।

এসপি নাইমুল হক জানান, শুক্রবার দিনগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে এপিবিএন এর একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় ৫ জন জনকে আটক করা সম্ভব হলেও তাদের সঙ্গে থাকা আরো ১৪/১৫ পালিয়ে যায়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি দেশীয় অস্ত্র, লোহার রড, তিনটি দা ও ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি জানান, আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও খবর