কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

১৯ নভেম্বর শুক্রবার বিকাল ৫ টায় সদরের ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম লাহার পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

শুক্রবার রাতে এ তথ্য নিশ্চত করেন র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিত্যানন্দ দাস।

তিনি জানান, ইয়াবাসহ আটক মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে সদর-মডেল থানায় হস্তান্তর করা হবে।

আরও খবর