র‍্যাবের জালে জাল নোট তৈরি চক্রের ২ সদস্য

চট্টগ্রাম :

নগরীর চান্দগাঁওয়ে জাল নোট তৈরি চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। বুধবার (১৭ নভেম্বর) রাতে ৫নং মোহরা ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৩৬ হাজার টাকার জালনোট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. নসু মিয়া (৩২) ও মো. নাজিম উদ্দিন (৩২)। তাদের দু’জনের বাড়ি ভোলা জেলার লালমোহন থানা এলাকায়। চট্টগ্রামের মোহরায় একটি ভাড়া বাসায় থেকে তারা জাল টাকা তৈরি করে আসছিলেন।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার মহানগর নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিরা দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি করে বাজারে ছড়িয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন। তাদেরকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর