কক্সবাজার জার্নাল ডটকম :
কক্সবাজারের উখিয়া থানার বালুখালী এলাকা থেকে ১ লাখ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা বলে জানায় র্যাব।
এরা হলো-উখিয়া থানার বালুখালীর আব্দুল করিমের ছেলে মো. হামিদ হোসেন (৩২) ও একই এলাকার মৃত মো. ছিদ্দিকের ছেলে মো. নাজমুল ইসলাম (৩০)।
রবিবার (১৪ নভেম্বর) ভোর সোয়া ৫টায় তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি জানান, গতকাল উখিয়া থানার বালুখালী এলাকায় অভিযানে যায় র্যাবের একটি দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া দিয়ে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বাড়ির উঠানের মাটি খুঁড়ে প্লাস্টিক দিয়ে মোড়ানো ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-