কক্সবাজারে শীর্ষ চোরাকারবারি ও হুন্ডি সম্রাট রেজাউল আটক

কক্সবাজার জার্নাল ডটকম :

কক্সবাজারের শীর্ষ হুন্ডি সম্রাট ও চোরাকারবারি রেজাউল করিম ওরফে পলাশ’কে আটক করেছে র‍্যাব-১৫।

১৪ নভেম্বর রোববার রাত সাড়ে ৯ টার দিকে তাকে আটক করে। আটক যুবক ঈদগাহ উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ফাঁহাসিয়াখালী গ্রামের নুরুল আলমের পুত্র।

র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো: আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে কক্সবাজার জার্নালকে জানান, শীর্ষ চোরাকারবারী ও হুন্ডি সম্রাট রেজাউল করিম পলাশের কাছ থেকে প্রায় ১৪ লক্ষ টাকা মূল্যের ২৩২ গ্রাম অবৈধ স্বর্ণ, হুন্ডির নগদ ১৬ লক্ষ ৩৫ হাজার টাকা, ৩৬ টি চেকবই, বিপুল পরিমান এটিএম/ভিসা কার্ড ও ১০ টি মােবাইল ফোন উদ্ধার করা হয়।

এদিকে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি র‌্যাবের কাছে স্বীকার করেছেন দীর্ঘ এক যুগ ধরে তিনি স্বর্ণ চোরাকারবার ও হুন্ডি ব্যবসার সাথে জড়িত।

রেজাউল করিম পলাশকে ঈদগাহ থানায় সোপর্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

আরও খবর