ডেস্ক রিপোর্ট :
রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার মাধ্যমেই কেবল ‘রোহিঙ্গা সঙ্কটের’ সমাধান হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, ‘রোহিঙ্গা বিষয়ে অন্য কেউ কোনো সমাধান দিতে পারে না। এ সংকটের সমাধান মিয়ানমারের কাছেই আছে এবং তা হচ্ছে রোহিঙ্গাদের সম্মানজনকভাবে প্রত্যাবাসনের ব্যবস্থা করা।’
ভারত মহাসাগরীয় অঞ্চলের ২৩টি রাষ্ট্রের সংস্থা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন-আইওআরএর ২১ তম সম্মেলন আগামী সোমবার থেকে শুরু হচ্ছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রোহিঙ্গা ইস্যুর কারণে আবেদন করেও মিয়ানরমার এই সংস্থার সদস্য পদ পায়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
ঢাকায় অনুষ্ঠিত এ সম্মেলন আগামী বুধবার মন্ত্রী পর্যায়ের বৈঠকের মধ্য দিয়ে শেষ হবে। সম্মেলনের প্রথম দুদিন ২৩টি দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হবে।
এ বৈঠকের শুরুতে বাংলাদেশ দুই বছরের জন্য আনুষ্ঠানিকভাবে এই আন্তঃরাষ্ট্রীয় সংস্থার চেয়ারের দায়িত্ব নেবে। ১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম বাংলাদেশ এ সংস্থার চেয়ার হিসেবে নির্বাচিত হয়েছে। সংস্থার বিদায়ী চেয়ার সংযুক্ত আরব আমিরাত।
আইওআরএ’র এ সম্মেলনে অংশ নিতে যুক্তরাজ্যের কমনওয়েলথ, জাতিসংঘ ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদ এ সপ্তাহে ঢাকায় আসছেন। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, তানজানিয়া এবং ইউনিয়ন অব কমোরসের মন্ত্রীরাও এই সম্মেলনে আসার কথা রয়েছে।
আব্দুল মোমেন জানান, সম্মেলনের আলোচনায় মৎস্য সম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ব্লু ইকোনমিসহ মোট ছয়টি বিষয় প্রাধান্য পাবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-