নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ নভেম্বর রবিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: মামুনুর রশীদ এর সভাপতিত্বে শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশনের জন্য এবং চলমান উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন জেলা প্রশাসক।
সভায় কক্সবাজার জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত সহ মাদক নির্মূল ও শহরের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অপরাধ প্রতিরোধে কঠোর হওয়ার উপর গুরুত্বরোপ করা হয়।
এসময় বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-